‘দেশে অস্ত্রের রাজনীতি বন্ধ করেছেন শেখ হাসিনা’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ১২ জানুয়ারি ২০২১

‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশে এখন শান্তি বিরাজ করছে। তিনিই দেশে অস্ত্রের রাজনীতি বন্ধ করেছেন। এক সময়কার খুনোখুনির জনপদ হিসেবে পরিচিত লক্ষ্মীপুরে এখন কোনো সন্ত্রাসী বাহিনী নেই। মা-বোনরা দিন-রাত রাস্তাঘাটে শান্তিতে চলাফেরা করতে পারছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতায় দেশে করোনা প্রাদুর্ভাব রোধ হয়েছে। অন্যান্য দেশের তুলনায় আমাদের মৃত্যুর হারও কম।’

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এসব কথা বলেন।

কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী মুক্তার হোসেন চৌধুরী কামালের উদ্যোগে ৫০০ নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Hasina-2.jpg

যুবলীগ নেতা মুক্তার হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ ছিলেন জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু ও দালালবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাহ আলম।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য এবিএম শেখ ফরিদ জীবন, জহিরুল আমিন জহির, সদর উপজেলা (পশ্চিম) যুবলীগের আহ্বায়ক তোফাজ্জল হোসেন চৌধুরী টিটু, যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল হক মাহবুব, জেলা পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন আরিফ, মামুন বিন জাকারিয়া প্রমুখ।

কাজল কায়েস/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।