হবিগঞ্জে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৫ এএম, ১৪ জানুয়ারি ২০২১

হবিগঞ্জে গাঁজাসহ ইমরান মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। বুধবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১১টায় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতার ইমরান চুনারুঘাট উপজেলার ডুলনা উত্তরপাড়া গ্রামের মীর হোসেন মিয়ার ছেলে। র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় একটি মামলা করেছে।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের আশরাফুল ইসলাম জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল চুনারুঘাট উপজেলার কাচুয়া বাজারে অভিযান চালায়। এ সময় রাজা ভ্যারাইটিজ দোকানের সামনে থেকে ইমরান মিয়াকে গ্রেফতার করা হয়। তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি আফসান আল-আলম।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।