অপপ্রচারের অভিযোগে বিদ্রোহী প্রার্থীর থানায় ডায়রি

হবিগঞ্জের মাধবপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী পংকজ কুমার সাহার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে একটি চক্র এমন অভিযোগ উঠেছে।
বুধবার (১৩ জানুয়ারি) এ ব্যাপারে মেয়র প্রার্থী পংকজ কুমার সাহার ভাই প্রশান্ত কুমার সাহা দুই ব্যক্তির নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়, মাধবপুর পৌর নির্বাচনে মেয়র পদে নারকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন পংকজ কুমার সাহা। নির্বাচনকে সামনে রেখে তার বিরুদ্ধে অপ-প্রচার চালাচ্ছে একটি কুচক্রি মহল।
এছাড়া পৌর এলাকার ৬নং ওয়ার্ড কাটিয়ারার মাধাই পালের ছেলে অপু পাল ও ৯নং ওয়ার্ড নোয়াগাও এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে কালা মিয়াসহ কয়েকজন পংকজ কুমার সাহার বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট বক্তব্য প্রচার করছে। এছাড়াও উল্লেখিতরা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করে অপপ্রচার চালাচ্ছে।
এতে পংকজ কুমার সাহার মানহানী হচ্ছে বলে জিডিতে উল্লেখ করেছেন তার ভাই প্রশান্ত কুমার সাহা।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএমএম/এমকেএইচ