করোনায় মারা গেলেন চিকিৎসক মাহমুদা খানম

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ১৪ জানুয়ারি ২০২১

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের চিকিৎসক মাহমুদা খানম লিলি (৬২)।

মঙ্গলবার (১২ জানুয়ারি) তিনি রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই গোলাম সারোয়ার উদ্দিন বাবলু।

বুধবার (১৩ জানুয়ারি) মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে তিনি ব্রেইন স্ট্রোক করে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে।

তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের মোল্লা বাড়ির অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার নূরউদ্দিনের মেয়ে ।

ডাক্তার লিলি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক।

এদিকে উনার মৃত্যুতে এলাকায় গভীর শোক নেমে এসেছে।

কামরুজ্জামান আল রিয়াদ/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।