স্মরণকালের সেরা ভোটার উপস্থিতি শ্রীপুরে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:৩১ পিএম, ১৬ জানুয়ারি ২০২১

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে দুপুর একটা পর্যন্ত পাঁচ ঘণ্টায় ৪০ ভাগ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ।

শনিবার দুপুরে তার কর্যালয়ে সাংবাদিকদের জানান, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বিএনপি প্রার্থীর পক্ষ থেকে বিচ্ছিন্ন কিছু ছোটখাটো অভিযোগ পাওয়া গেলেও তাৎক্ষণিক তা সমাধান করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য উপস্থিত রয়েছে।

তিনি জানান, নির্বাচনে ২৬টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবার স্মরণকালের ভোটার উপস্থিতি রয়েছে। বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের দেয়া তথ্য মতে দুপুর একটা পর্যন্ত পাঁচ ঘণ্টায় শতকরা ৪০ ভাগ ভোটগ্রহণ করা হয়েছে। বাকি সময়টাতেও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন কয়েকটি ভোটকেন্দ্র দখল করে নিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট কাজী খান। তবে নির্বাচন কমিশনে অভিযোগ দেয়ার পর বেশ কিছু সমাধান পাওয়া গেছে বলেও জানিয়েছেন তিনি।

বিএনপি প্রার্থী বলেন, শনিবার সকাল ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের বৈরাগীচালা উচ্চ বিদ্যালয়, ৫নং ওয়ার্ডের কেওয়া পূর্ব খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুলা গবেষণা কেন্দ্র স্কুল, বেতজুরী, ৮নং ওয়ার্ড মাওনা বহুমূখী উচ্চ বিদ্যালয়, ১, ২ ও ৯নং ওয়ার্ড কেওয়া পশ্চিমখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলোতে নৌকা প্রতীকের প্রার্থী মো. আনিছুর রহমান ও তার ছোট ভাই হাফিজুরের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকের এজেন্ট ও সমর্থকদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে বের করে দেয়া হয়।

দলের সিদ্ধান্ত এবং নির্বাচনে কমিশনের আচরণের উপর নির্ভর করে সুষ্ঠু নির্বাচন হলে তিনি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন বলে আশা প্রকাশ করেন।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।