বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় আ.লীগপ্রার্থী মতিউর বিজয়ী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ১৬ জানুয়ারি ২০২১

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মতিউর রহমান (নৌকা) ৬ হাজার ৫৭৪ ভোট পেয়ে বেসকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্রপ্রার্থী আলমগীর শাহী সুমন (নারিকেল গাছ) পেয়েছেন ২ হাজার ৭৯৬ ভোট।

শনিবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, দ্বিতীয় ধাপে শনিবার সকাল ৮টা থেকে সারিয়াকান্দি পৌর এলাকার ৯টি কেন্দ্রে ৫০টি কক্ষে এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হচ্ছে। এ পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ১৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৯৬০ ও নারী ভোটার ৭ হাজার ১৯৮জন। এখানে মেয়রপ্রার্থী ৪ জন, সাধারণ কাউন্সিলর ৩১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১১ জন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ইভিএম পদ্ধতিতে শন্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোনো কেন্দ্র থেকে অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।

এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।