মাধবপুরে নৌকার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২১

হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান মানিক ৫ হাজার ৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী শ্রীধাম দাশগুপ্তের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিনি পেয়েছেন ৬০৮ ভোট।

বিএনপিদলীয় প্রার্থী হাবিবুর রহমান মানিকের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পংকজ কুমার সাহা (নারিকেল গাছ) পেয়েছেন ৪ হাজার ১৮৫ ভোট। এছাড়া তৃতীয় অবস্থানে আছেন আওয়ামী লীগের অন্য বিদ্রোহী প্রার্থী শাহ মো. মুসলিম। তিনি জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮৫ ভোট। মাধবপুর পৌর নির্বাচনে মোট ১৩ হাজার ১০৫ ভোট পড়েছে।

এসব তথ্য জানিয়ে সহকারী রিটার্নিং অফিসার মো. মনিরুজ্জামান জানান, মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে যেকোনো প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসেবে আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।