যশোরে বিপুল পরিমাণ ডলারসহ ৪ যুবক আটক
যশোরে এক লাখ ৯০ হাজার ইউএস ডলারসহ চার যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২২ জানুয়ারি) সদর উপজেলার হামিদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের সলেমান মন্ডলের ছেলে মিঠু মন্ডল (২৭), ছোট আঁচড়া গ্রামের জাকির হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২৩), যশোর সদর উপজেলার ললিতাদহ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সোহেল রানা ওরফে হযরত (৪০) ও নওদাগ্রাম এলাকার তোরাব আলীর ছেলে রাকিবুল ইসলাম সাগর (২০) ।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদ ছিল বেনাপোল থেকে চার যুবক ডলার নিয়ে বাসযোগে যশোর-নড়াইল সড়কের হামিদপুরে এসেছেন। তারা সেখানে ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছেন। এ সংবাদে বিজিবির একটি টিম সেখানে অভিযান চালায়। অভিযানে তারা পালানোর চেষ্টা করেন। এসময় ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৯ বান্ডেল ইউএস ডলার উদ্ধার করা হয়।
প্রতি বান্ডেলে ১০ হাজার ইউএস ডলার করে মোট এক লাখ ৯০ হাজার ইউএস ডলার ছিল। বাংলাদেশি টাকায় যার মূল্যমান এক কোটি ৬০ লাখ ৭২ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা হুন্ডি ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। ওই চোরাচালানের অর্থই তারা বহন করছিলেন। পরে তাদের মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
মিলন রহমান/এসআর/এমএস