আ.লীগ দু’গ্রুপের কর্মসূচিতে মাইজদীতে ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:৪৯ এএম, ২৬ জানুয়ারি ২০২১

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা প্রশাসক।

সোমবার (২৫ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার জেলা শহর মাইজদীর হাউজিং বালুর মাঠে নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্লাহ্য খান সোহেলের উদ্যোগে কর্মীসভা ও ছাত্রলীগের উদ্যোগে শহীদ মিনারে সরকারে যুগপূর্তি উপলক্ষে কর্মসূচির ডাক দেন।

উক্ত কর্মসূচিকে কেন্দ্র করে শহরে উত্তেজনা দেখা দেওয়ায় মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে সকল সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে জেলা তথ্য অফিস মাইজদী শহরে রাতে মাইকিং করেন।

জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, রাজনৈতিক দলের দুপক্ষের পৃথক কর্মসূচিকে ঘিরে সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মিজানুর রহমান/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।