সারিয়াকান্দিতে আগুন পোহাতে গিয়ে প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১০:০৪ পিএম, ২৬ জানুয়ারি ২০২১

বগুড়ার সারিয়াকান্দিতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ শিশু তাসলিমার (৭) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তাসলিমা উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড়ইকান্দি এলাকার আবু তাহেরের মেয়ে।

জানা গেছে, সোমবার (২৫ জানুয়ারি) তীব্রশীতে উষ্ণতা পেতে আগুন পোহাতে যায় তাসলিমা। সেসময় কাপড়ে আগুন লেগে শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মঙ্গলবার বিকেলে সেখানে তার মৃত্যু হয়।

কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইমরান আলী রনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আগুন লেগে তাসলিমার শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হয়। রাতেই তার দাফন কাজ সম্পন্ন করা হবে। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।