ইটভাটার ট্রাক কেড়ে নিল দুই নারীর প্রাণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:০২ পিএম, ২৮ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

যশোরের ঝিকরগাছায় ইটভাটার ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ছুটিপুর মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে স্বজনরা তাদের পরিচয় শনাক্ত করেন।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত হাসান আলীর স্ত্রী চেয়ারবানু (৬০) ও শ্রীচন্দ্রপুর গ্রামের দুলাল হোসেনের স্ত্রী রেবেকা খাতুন (৫০)।

ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মেজবাউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ট্রাক পুলিশ হেফাজতে আছে।

স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, ওই দুই নারী ভ্যানে করে মোহাম্মদপুর মোড়ে এসে নামেন। ভ্যানের ভাড়া দিয়ে তারা রাস্তার পাশে দাঁডিয়ে ছিলেন। এ সময় ইটভাটার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পথে অপর নারী মারা যান। চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানান, রাত সাড়ে ৮টার দিকে দুই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে মৃতদেহ মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের মর্গে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান জানান, দুই নারীর মৃতদেহ প্রথমে অজ্ঞাত হিসেবে মর্গে পাঠানো হয়। বৃহস্পতিবার স্বজনরা তাদের পরিচয় শনাক্ত করেন।

জামাল হোসেন/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।