প্রথম ধাপে বগুড়ায় ভ্যাকসিন পাচ্ছেন ৫৪ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২৯ জানুয়ারি ২০২১

প্রথম ধাপে করোনার ভ্যাকসিন পাচ্ছেন বগুড়ার ৫৪ হাজার মানুষ। শুক্রবার (২৯ জানুয়ারি) ১০ হাজার ৮শ’ করোনার ভায়াল বগুড়ায় পৌঁছেছে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান।

তিনি বলেন, প্রত্যেক ভয়ালে ১০ ডোজ ভ্যাকসিন রয়েছে। সেদিক থেকে ১ লাখ ৮ হাজার মানুষ টিকা পাওয়ার কথা। কিন্তু একজনকে দুটি ডোজ ভ্যাকসিন দিলে ৫৪ হাজার মানুষকে ভ্যাকসিন দেয়া যাবে।

jagonews24

সিভিল সার্জন আরও জানান, উপজেলা থেকে তালিকা নিয়ে যাচাই-বাছাই শেষে জেলার সবগুলো উপজেলায় টিকা পৌঁছে দেয়া হবে। ১৮ বছরের নিচে কেউ টিকা পাবে না। এছাড়া গর্ভবতী ও প্রসুতি নারীদের কেউ টিকা দেয়া যাবে না। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে এক যোগে এই টিকা দেয়া শুরু হবে।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।