স্টেশনে পড়ে থাকা লাশটি কার?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ২৯ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পড়ে থাকা লাশটি কার? বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে রেলওয়ে থানা পুলিশ প্ল্যাটফর্ম থেকে অজ্ঞাত বৃদ্ধের (৭০) লাশটি উদ্ধার করে। এ ঘটনায় শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে থানায় একটি অপমৃত্যু মামলা করে পুলিশ।

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে ওয়াক্তিয়াখানার পাশ থেকে লাশটি উদ্ধার করে থানায় নেয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, অনুমান করা হচ্ছে বার্ধক্যজনিত কারনে তিনি প্ল্যাটফরমেই মারা গেছেন। এর আগে কখনো তাকে স্টেশনে দেখা যায়নি। লাশের পরিচয় না পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে সরকারি কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হবে।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।