মসজিদের গাছ কাটছিল দুর্বৃত্তরা, ৯৯৯-এ ফোন পেয়ে ছুটে গেল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২৯ জানুয়ারি ২০২১

বগুড়ার আদমদীঘির ডুমুরীগ্রামে সরকারি পুকুর পাড়ে দুই দিনে চারটি মূল্যবান শিশু ও রেন্টিকড়ই গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। খবরটি এলাকাবাসী জাতীয় হেল্পলাইন ৯৯৯-এ ফোন করে জানানোর পর একটি রেন্টিকড়ই গাছ জব্দ করেছে পুলিশ।

এর আগে শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে ফোন করে পুলিশকে জানায় এলাকাবাসী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নশরতপুর ইউনিয়নের ডুমুরীগ্রামের মধ্যপাড়ায় তালপুকুরিয়া নামক সরকারি পুকুরের পূর্ব-পশ্চিম পাশে গাছগুলো লাগানো ছিল। এসব গাছ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল থেকেই কাটা শুরু করেন গ্রামেরই জনৈক কয়েকজন বাসিন্দা। গাছগুলো সরকারি জমিতে অবস্থিত বলে স্থানীয়রা জানান। পরে গাছ কাটার বিষয়ে এলাকাবাসী ৯৯৯-এ অভিযোগ করলে আদমদীঘি থানা পুলিশ উপস্থিত হয়ে একটি গাছ জব্দ করে।

jagonews24

গ্রামের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) আব্দুর রাজ্জাক আজাদ ফোনে জানান, গাছগুলো মসজিদ থেকে লাগানো হয়েছিল। এজন্য গ্রামের লোকজন গাছগুলো মসজিদ কমিটিকেই কাটার কথা বলেছিল। কিন্তু কে বা কারা গাছগুলো কেটে নিচ্ছে, তিনি সে বিষয়ে অবগত নন।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, ‘৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে একটি রেন্টিকড়ই গাছ জব্দ করে পুলিশ। তবে কারা গাছগুলো কাটছিল তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।