শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার প্রতারক চক্রের হোতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:২১ পিএম, ২৯ জানুয়ারি ২০২১

বগুড়ায় সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির ভুয়া নিয়োগ দেয়া প্রতারক চক্রের মূলহোতা শাহীন হোসেন শফিকে (৩২) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শফিক পঞ্চগড় জেলার দেবীগঞ্জের আলিয়ার খাঁ গ্রামের আজিজার রহমানের ছেলে।

শুক্রবার (২৯ জানুয়ারি) ভোরে গাইবান্ধার সাঘাটার জুম্মারবাড়ী গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বগুড়া সিআইডির (অপরাধ তদন্ত বিভাগ) সহকারী পুলিশ সুপার হাসান শামীম ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি দেয়ার কথা বলে বগুড়ার গাবতলী থানা এলাকার বাহাদুরপুর গ্রামের সোলায়মান আকন্দের ছেলে রাসেল মিয়ার কাছ থেকে ২০১৯ সালের অক্টোবর মাসের বিভিন্ন সময় পর্যায়ক্রমে নগদ এবং বিকাশের মাধ্যমে মোট সাত লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় একটি পেশাদার প্রতারক সিন্ডিকেট। পরে ভুয়া নিয়োগপত্রও দেন। নিয়োগপত্র পেয়ে রাসেল মিয়া ঢাকা সেনানিবাসে যোগদান করতে গিয়ে জানতে পারেন, তার নিয়োগপত্র সঠিক না (ভুয়া)। এ ঘটনার পর থেকে টাকা হাতিয়ে নেয়া প্রতারক সিন্ডিকেটের সক্রিয় সদস্য শাহিন ওরফে শফিফসহ আরও কয়েকজন প্রতারক যোগাযোগ বিচ্ছিন্ন করে গা ঢাকা দেন।

সিআইডির সহকারী পুলিশ সুপার আরও জানান, ভুক্তভোগী রাসেল মিয়ার বড়ভাই আমিরুল ইসলাম বাদী হয়ে ২০১৯ সালের ৪ নভেম্বর বগুড়া সদর থানায় মামলা (নম্বর ১৭) দায়ের করেন। ২২ নভেম্বর মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি। গ্রেফতার আসামিকে শুক্রবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে-৪ হাজির করা হয়। বিচারক আসমা মাহমুদের আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় মামলার সব তথ্য প্রকাশ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন প্রতারক সিন্ডিকেটের মূলহোতা শাহিন ওরফে শফিক।

মামলার তদন্তকারী অফিসার বগুড়া সিআইডির পুলিশ পরিদর্শক এটিএম শিফাতুল মাজদার জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহারসহ বিজ্ঞানভিত্তিক তদন্ত করে মামলার অন্যতম প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।