‘মজা কিনে দেয়ার লোভ দেখিয়ে’ শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ৩১ জানুয়ারি ২০২১

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মজা কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে আট বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছেন মো. হোসেন (৫৫) নামের এক বৃদ্ধ। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার (৩১ জানুয়ারি) সকালে শিশুর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। পরে ফতুল্লার নন্দলালপুর এলাকা থেকে হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হোসেন বরিশালের মেহেন্দীগঞ্জের চানপুর এলাকার মৃত মোবারক আলীর ছেলে। তিনি ফতুল্লার নন্দলালপুর উত্তর মহল্লার কাদেরের বাড়ির ভাড়াটিয়া হিসেবে থাকেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম মামলার বরাত দিয়ে জানান, শিশুর বাবা স্থানীয় রি-রোলিং মিলে লেবারের কাজ করেন। তার মেয়ে স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। মো. হোসেন প্রতিবেশী হওয়ার সুবাদে ওই পরিবারের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। শিশুটি হোসেনকে নানা বলে ডাকত। গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে শিশুটি তার বাড়ির সামনে খেলা করছিল। তখন হোসেন তাকে মজা কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

পরে শিশুটি চিৎকার শুরু করলে তিনি ভয়ভীতি দেখান। ধর্ষণের পর শিশুটিকে ঘর থেকে বের করে দেন। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়েরের পর পুলিশ ধর্ষক হোসেনকে গ্রেফতার করে।

শাহাদাত হোসেন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।