প্রতিবন্ধী ভাতিজার ধারালো অস্ত্রে প্রাণ গেল বৃদ্ধের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

যশোরে মানসিক প্রতিবন্ধী ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ চাচা আবুল কাশেম (৬০) নিহত হয়েছেন।

নিহত আবুল কাশেম যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া নারায়ণপুর গ্রামের মৃত মকসেদ আলীর ছেলে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ভাতুড়িয়া নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হামলাকারী আলাল (২৮) একই এলাকার রওশন আলীর ছেলে। পরিবারের দাবি, তিনি মানসিক প্রতিবন্ধী। তাকে বাড়িতে বেঁধে রাখা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে আবুল কাশেম বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তার ভাইয়ের ছেলে আলাল হঠাৎ করেই বটি নিয়ে তার বুকের পাশে কোপ দেয়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আহমেদ তারেক শামস একই বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদের উদ্ধৃতি দিয়ে বলেন, ধারালো অস্ত্রের আঘাতের স্থানটি বেশ ক্ষত হয়। প্রচুর রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনা জানার পর সেখানে টিম পাঠানো হয়েছে।

মিলন রহমান/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।