যশোর কেন্দ্রীয় কারাগারের কোয়ার্টারে অগ্নিকাণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১০:০৩ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২১

যশোর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীদের কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতে এ অগ্নিকাণ্ডে অন্তত সাতটি টিনের ঘর পুড়েছে। তবে কোনো হতাহতের খবর ঘটনা ঘটেনি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, কারারক্ষী কোয়ার্টারে অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

কারা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক পেরিয়ে বাম পাশে কারারক্ষীদের কোয়ার্টার। সেখানকার টিনশেডের সাতটি ঘরে আগুন লাগে। খরব দিলে এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কারও দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন লাগার পরপরই কোয়ার্টার থেকে সবাই বাইরে বেরিয়ে আসেন। তবে তাদের আসবাবপত্রসহ ঘরের সবকিছু পুড়ে গেছে।

jagonews24

খবর পেয়ে রাত ৮টার দিকে ঘটনাস্থলে যান যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি আরও বলেন, বন্দিরা নিরাপদে আছে। কারাগারের বাইরে কোয়ার্টারে আগুনে লেগেছে। সেটিও নিয়ন্ত্রণ এসেছে। সবাই নিরাপদেই আছেন।

মিলন রহমান/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।