ভারতে পাচার ২ কিশোরকে বেনাপোলে হস্তান্তর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০১:৫৭ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২১

ভালো কাজের প্রলোভনে অবৈধ পথে ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি কিশোরকে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের আনুষ্ঠানিকভাবে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা দুই বাংলাদেশি কিশোরের মধ্যে একজনের বাড়ি নড়াইলে অন্যজনের রাজশাহী।

তাদেরকে বেনাপোল থেকে গ্রহণকারী জাস্টিস অ্যান্ড কেয়ার এনজিও সংস্থার প্রোগ্রামার অফিসার এবিএম মুহিত হোসন জানান, ফেরত আসা দুই কিশোর দালালের প্রলোভনে পড়ে অবৈধ পথে ভারতের মুম্বাই শহরে পাচার হয়। পরে মুম্বাই পুলিশ তাদের আটক করলে প্রায় এক বছর জেল খাটে। পরবর্তীকালে মুম্বাইয়ের একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির মাধ্যমে বৃহস্পতিবার তাদের ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ট্রাভেল পারমিটে মাধ্যমে ওই দুই কিশোরকে আমাদের কাছে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসাদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করেছে। পরবর্তীকালে এনজিও সংস্থা তাদের পরিবারে কাছে হস্তান্তর করবে।

জামাল হোসেন/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।