সরিষাবাড়ীতে মদপানের অভিযোগে গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে সঙ্গীদের নিয়ে মদপানের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজপাড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে জামালপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন- পোগলদিঘা ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান মোস্তাক (৩৬), একই ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামের চান মিয়ার ছেলে শামীম রেজা (৩৫), রুদ্র বয়ড়া গ্রামের মোফাজ্জল মিয়ার ছেলে সোহেল রানা (৩২) ও তারাকান্দি মোড় এলাকার সুজল আলীর ছেলে শামীম মিয়া (৩০)।

এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মুহাম্মদ তরিকুল ইসলাম তালুকদার বলেন, পোগলদিঘা ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ও উপজেলা ভাইস চেয়ারম্যানের স্বামী মোস্তাফিজুর রহমান মোস্তাক (৩৬) রাত ২টার দিকে তিন সহযোগী নিয়ে মদপান করছিলেন। গোপনে খবর পেয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এআরএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।