খেলতে গিয়ে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১০:০৫ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে পানিতে ডুবে জান্নাত আক্তার নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৭ ফ্রেব্রুয়ারি) সকালে উপজেলার পাইকপাড়া (দক্ষিণ) ইউনিয়নের সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু জান্নাত আক্তার সাহাপুর গ্রামের মনতাজ উদ্দিন শেখ বাড়ির কৃষক এমরান শেখের ছোট মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, সর্বশেষ জান্নাতকে খেলা করতে দেখা যায়। হঠাৎ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে ঘরের পাশে পুকুরে জান্নাতকে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জান্নাতের মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ করা হয়নি।’

নজরুল ইসলাম আতিক/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।