কুমিল্লা থেকে গাঁজা এনে ঢাকায় বিক্রি করতেন রোকসানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকা থেকে রোকসানা (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে এক কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন সেনপাড়া এলাকার মো. ইসরাফিলের স্ত্রী।

jagonews24

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১-এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য রোকসানা দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা চালিয়ে আসছেন। তিনি বিভিন্ন কৌশলে কুমিল্লা থেকে গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জ ও ঢাকায় বিক্রি করতেন।

আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

এস কে শাওন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।