ফুপুর হাত-পা ভেঙে দেয়ার অভিযোগে ভাতিজা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১২:১২ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে (৬০) হাত-পা ভেঙে দেয়ার অভিযোগে তার ভাইয়ের ছেলেসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ ফেব্রুয়ারি) তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাথর্শী ইউনিয়নের লাউদত্ত গ্রামের মৃত নিজাম উদ্দিনের ওয়ারিশদের মাঝে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই জমি বিক্রি নিয়ে বিবাদী ও ওয়ারিশদের মধ্যে আদালতে ১৪৪ ধারাসহ পেনশন মামলাও চলমান। এরই মধ্যে শুক্রবার সকালে বিবাদী শম্ভু মণ্ডল ও শাহজালালের লোকজন আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিবাদপূর্ণ জমিতে ঘর তুলতে যান। খবর পেয়ে নিজাম উদ্দিনের মেয়ে ফিরোজা বেগম বাবার বাড়িতে এসে ঘর তুলতে বাধা দেন।

এতে ক্ষিপ্ত হয়ে ফিরোজার ভাই মুগলের ছেলে শাহজালাল, জমির ক্রেতা শম্ভু ও তার ছেলেরা ফিরোজার ওপর চড়াও হন। রড দিয়ে পিটিয়ে তার হাত-পা ও কোমরের হাড় ভেঙে দেয়া হয়। গুরুতর আহত অবস্থায় ওই নারী ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে ফিরোজার ভাই মুগল মণ্ডল বাদী হয়ে নিজের ছেলে শাহজালাল (৩২), শম্ভু মণ্ডল (৫৮), হাবিবুর রহমান হাবিব (৩০), হামেদা বেগম (৫০), হালিমা বেগম (২৫) ও জয়নালকে (৪০) আসামি করে ইসলামপুর থানায় মামলা করেন।

যার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ইসলামপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযুক্ত শাহজালাল ও শম্ভু মণ্ডলকে গ্রেফতার করে।

এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। আটকদের জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।