বাজিতপুরে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ১২:২৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভায় ভোটগ্রহণে অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী এহসান কুফিয়া।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নিজের বাসায় সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

তিনি অভিযোগ করেন, পৌরসভার সবকটা কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে ফিঙ্গার প্রিন্ট নেয়ার পর আওয়ামী লীগের লোকজন নৌকায় ভোট দিয়ে দিচ্ছে। ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া কোনো বিকল্প পথ নেই।

এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নূর মোহাম্মদ/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।