নৌকা প্রতীক ফিরে পেলেন ফারিন হোসেন
বাতিল হওয়া প্রার্থীতা ফিরে পেয়েছেন জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফারিন হোসেন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা নির্বাচন রিটার্নিং অফিসার এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ফারিন হোসেনকে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
এর আগে প্রাথমিক যাচাই-বাছাই শেষে রিটানিং কর্মকর্তা ঋণখেলাপির অভিযোগে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফারিন হোসেনের মনোনয়নপত্র বাতিল করেন। প্রার্থীতা ফিরে পেতে জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে আপিল করলে মনোনয়নপত্র বাতিল আদেশ বহাল রাখেন। পরে তিনি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। সোমবার (১৫ ফেব্রুয়ারি) হাইকোর্ট তার প্রার্থীতা বৈধতার রায় দেন।
আরএইচ/এমএস