‘আ.লীগ ক্ষমতায় থাকায় দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ বার বার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার ফলে বাংলাদেশ হতদরিদ্র দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। অচিরেই উন্নত দেশে পরিণত হবে।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন মাথাপিছু আয় ছিল মাত্র ৫০০ ডলার, বর্তমানে তা দুই হাজার ডলারের বেশি। বাংলাদেশকে এখন আর কেউ ভিক্ষুকের জাতি বলে না, বাংলাদেশ এখন অনেক ক্ষেত্রেই উন্নয়নের অবদান রেখে যাচ্ছে। শধু ঢাকা, চট্টগ্রাম নয়; জামালপুরের মতো সারাদেশেই শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরে মির্জা আজম অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী।

জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ প্রমুখ।

জেলা পরিষদের অধীনে মোট ১৬ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এক হাজার আসনবিশিষ্ট ও আধুনিক সুযোগ -সুবিধা সম্পন্ন মির্জা আজম অডিটোরিয়াম।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।