শুরু হল পুনাকের মাসব্যাপী শিল্পমেলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২১

জামালপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) মাসব্যাপী শিল্পমেলা শুরু হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পুলিশ অফিসার্স মেস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন পুনাক জামালপুরের উপদেষ্টা ফাতেহা পারভীন লুনা।

jagonews24

জামালপুর পুনাকের সভানেত্রী শায়লা সম্পা খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুনাক শেরপুরের সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, আবু সুফিয়ান প্রমুখ।

jagonews24

এ সময় বক্তারা বলেন, ‘নারীদের বিভিন্ন পণ্য তৈরিতে উৎসাহিত করার পাশাপাশি শিল্প ও ব্যবসা প্রসারের ক্ষেত্রে পুনাক ভূমিকা পালন করে।

মেলা পুরো এক মাস চলবে। বিভিন্ন প্রকার পণ্যের ৮২টি স্টল স্থান পেয়েছে মেলায়।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।