শার্শায় ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের ৮ লাখ টাকা ছিনতাই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:১৭ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১
প্রতীকী ছবি

যশোরের শার্শায় ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের এক কর্মচারীর কাছ থেকে আট লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বলফিল্ডের পাশে মোটরসাইকেল গতিরোধ করে এ ছিনতাই করে তারা।

ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের স্বত্বাধিকারী শরিফ জানান, শার্শার নাভারন-সাতক্ষীরা মোড়ে তার ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের শাখা রয়েছে। কর্মচারী শিমুল একটি প্যাকেটে আট লাখ টাকা নিয়ে বেনাপোল থেকে নাভারনের দিকে যাচ্ছিলেন। শার্শা বলফিল্ডের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে তিন ব্যক্তি মাস্ক পরিহিত অবস্থায় শিমুলের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। বিষয়টি শার্শা থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থাকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, তারা অভিযোগ পেয়েছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে আসামি ধরতেও অভিযান চলছে।

যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক খালেকুর রহমান জানান, টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

মো. জামাল হোসেন/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।