দেশের বিভিন্ন স্থানে ওসমান হাদির গায়েবানা জানাজা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশেই তাকে শায়িত করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে দাফন করা হয়। এর আগে বিকেল ৩টায় হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স কবরস্থানে পৌঁছায়।

এর আগে দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়। লাখো মানুষের উপস্থিতিতে জানাজা পড়ান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।

এদিকে দেশের বিভিন্ন স্থানে শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক, জেলা, উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

দেশের বিভিন্ন স্থানে ওসমান হাদির গায়েবানা জানাজা

ঝালকাঠি

শনিবার বাদ জোহর কেন্দ্রীয় ঈদগাহে শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জেলার ছাত্র-জনতা এর আয়োজন করে।

বগুড়া

শনিবার দুপুর ২টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। ‘বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। শাহপাড়া জামে মসজিদের খতিব আহসান হাবিব সাকিব এ গায়েবানা জানাজা পড়ান।

দেশের বিভিন্ন স্থানে ওসমান হাদির গায়েবানা জানাজা

কুষ্টিয়া

কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

কুমিল্লা

বাদ আসর নগরীর ঐতিহাসিক টাউন হল মাঠে গায়েবানা জানাজা শেষে হাদি হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে কুমিল্লা ইনকিলাব মঞ্চ। ‎ইনকিলাব মঞ্চ কুমিল্লার আহ্বায়ক গোলাম মুহা. সামদানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাহাবুব চৌধুরী, কুমিল্লা-৬ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ, এবি পার্টির মনোনীত প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিক, হেফাজত ইসলাম বাংলাদেশের সদস্য সচিব মুফতি আব্দুল জিলানী, ছাত্রশিবির কুমিল্লার সেক্রেটারি নাজমুল হাসান, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু, বাংলাদেশ খেলাফত মজলিশের নেতা মুফতি আব্দুল্লাহ ফিরোজ, গণঅধিকার পরিষদের সদস্য সচিব গিয়াসউদ্দিন, এনসিপির সংগঠক আবু রায়হান প্রমুখ।

মিরসরাই (চট্টগ্রাম)

বাদ আসর মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই গায়েবানা জানাজা ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম-১ মিরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমানের আয়োজনে মিছিল হয়।

রাজবাড়ীতে

ওসমান বিন হা‌দির স্মরণে বিকেল সাড়ে ৪টার দিকে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনু‌ষ্ঠিত হয়। সদর উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর যৌথ আয়োজনে এ আলোচনা ও দোয়া অনু‌ষ্ঠিত হয়। পৌর জামায়াতের আমির অধ্যক্ষ ডা. হা‌ফিজুর রহমানের সভাপ‌তিত্বে প্রধান অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের প্রার্থী ‌জেলা জামায়াতে ইসলামীর আমির প্রার্থী অ্যাড. নূরুল ইমলাম।

টাঙ্গাইল

বিকেল শহরের শহীদ মিনারে হাদির মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা আমির আহসান হাবীব মাসুদ।

নারায়ণগঞ্জ

শহরের চাষাড়া বাগে জান্নাত জামে মসজিদের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেন এনসিপি, বিএনপি জামায়াত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনে নেতারা ও সর্বস্তরের মানুষ।

নীলফামারী

বিকেল ৩টার দিকে শহরের কেন্দ্রস্থল পাঁচমাথা মোড়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ মানুষের ঢল নামে।

ক্যাম্পাসে ক্যাম্পাসে গায়েবানা জানাজা

দেশের বিভিন্ন স্থানে ওসমান হাদির গায়েবানা জানাজা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে চাকসুর উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন আরবী বিভাগের অধ্যাপক ড. আ. ক. ম. আবদুল কাদের।

ইসলামী বিশ্ববিদ্যালয়

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভবনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।