মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এক ফার্মেসিকে এক লাখ জরিমানা করেছে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার চিটাগাংরোড এলাকায় মেসার্স আলিফ মেডিসিন কর্ণারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা এবং ৫১ ধারায় ৫০ হাজার টাকাসহ মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

এসময় জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

এস কে শাওন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।