রূপগঞ্জে সিম ফেব্রিক্সে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১০:৪১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পাড়াগাও এলাকায় সিম ফেব্রিক্স লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকার ওই কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সিম গ্রুপের বিস্কুট ও তুলা থেকে সূতা তৈরির কারখানায় হঠাৎ করে আগুন লাগে। এরপর চারদিকে ছড়িয়ে পড়ে আগুন। শ্রমিকরা আগুন জ্বলতে দেখে বেরিয়ে যান।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহআলম বলেন, কাঞ্চন, আড়াইহাজার ও মাধবী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

মীর আব্দুল আলীম/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।