কালীগঞ্জ পৌরসভার মেয়র হলেন আশরাফুল, মহেশপুরে আব্দুর রশিদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১

ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর পৌরসভা নির্বাচনে আওয়ালী লীগ দলীয় প্রার্থী জয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে কালীগঞ্জ পৌরসভায় মেয়র হয়েছেন আশরাফুল আলম আশরাফ। অপরদিকে মহেশপুর পৌরসভায় আব্দুর রশিদ খাঁন মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমান মেয়রও।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে দেখা যায়, কালীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী আশরাফুল আলম আশরাফ পেয়েছেন ১৯ হাজার ৩২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় ধানের শীষের আলহাজ মাহবুবর রহমান তিন হাজার ৭৪ ভোট পেয়েছেন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখার নুরুল ইসলাম পেয়েছেন এক হাজার ৪৭১ এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের এনামুল হক ইমান পেয়েছেন দুই হাজার ৮১৬ ভোট।

এ পৌরসভায় মোট ভোটার ছিল ৪০ হাজার ৫৭৭ জন।

অন্যদিকে মহেশপুর পৌরসভায় আওয়ামীলীগ দলীয় প্রার্থী ও বর্তমান মেয়র আব্দুর রশিদ খাঁন বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১৩ হাজার ৫৯৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের আমিরুল ইসলাম খাঁন চুন্নু পেয়েছেন ১০৫৫ ভোট। যদিও তিনি কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া ও প্রশাসনের সহযোগিতায় জোর করে ভোট নেয়াসহ নানা অভিযোগে দুপুরে ভোট বর্জনের ঘোষণা দেন। নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক গোলাম মোস্তফা কিরণ ৯২২ ভোট পেয়েছেন।

এ পৌরসভায় মোট ভোটার ২৪ হাজার ৪৫৩ জন।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।