এখন গাছের পাতায় পাতায় আওয়ামী লীগ : শামীম ওসমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:৫২ এএম, ০২ মার্চ ২০২১

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘বাংলাদেশে দুই ধরনের রাজনীতিবিদ আছে। একটা হৃদয় দিয়ে রাজনীতি করে, আরেকটা বুদ্ধি দিয়ে রাজনীতি করে। যারা হৃদয় দিয়ে রাজনীতি করেছেন তারাই কিন্তু অকাতরে নিজের জীবন দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য।’

তিনি আরও বলেছেন, ‘আমরা যারা পঁচাত্তরের পর শুরু করেছি, কিছু বুঝি নাই। ক্লাস সেভেনের ছাত্র ছিলাম। কিংবা নাইন-টেন। আমরাও এসেছিলাম হৃদয় দিয়ে রাজনীতি করতে। বঙ্গবন্ধুর হত্যার বিচার চাই, গণতন্ত্রের মুক্তি চাই। কিন্তু সংগ্রাম যে এতো কঠিন ছিল, এটা বুঝি নাই। এখন গাছের পাতায় পাতায় আওয়ামী লীগ। পাতা ঝরে ওইটাও আওয়ামী লীগ, আর পাতা হয় ওইটাও আওয়ামী লীগ। খুবই বিপজ্জনক কিন্তু এটা।’

সোমবার (১ মার্চ) নারায়ণগঞ্জ মাসদাইরের পুলিশ লাইনসে পুলিশ মেমোরিয়াল ডে- ২০২১ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শামীম ওসমান এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘জীবনযুদ্ধে আপনি আওয়ামী লীগ করেন আর যাই করেন, আপনার মনে রাখতে হবে যেকোনো সময় আপনার মৃত্যুর ঘণ্টা বাজতে পারে। সেদিন আপনি কী হিসাব দেবেন? যদি আপনার কর্মই ভালো না হয়। কারণ মৃত্যুর পর তো আপনাকে হিসাব দিতে হবে। এই পরীক্ষায় কে পাশ করবেন, সে কাজের বিচার করবেন আল্লাহ।’

শামীম ওসমান বলেন, ‘আমি তো অনেক আগেই চাষাড়ায় আওয়ামী লীগের পার্টি অফিসে বোমা হামলায় মারা গিয়েছিলাম। কিন্তু বেঁচে আছি আল্লাহর কৃপায়, মানুষের ভালোবাসায়। তাই এই বোনাস জীবনে মানুষের কল্যাণে কাজ করতে চাই।’

জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়নগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার (পিবিআই) মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. ইমতিয়াজ প্রমুখ।

মো: শাহাদাত হোসেন/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।