ভারতে অনুপ্রবেশকালে ১২ জন আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০৩ মার্চ ২০২১

ভারতে অবৈধ অনুপ্রবেশকালে নারীসহ ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২ মার্চ) রাতে সীমান্তের সোলেমানপুর গ্রামের পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও তিন জন নারী রয়েছে। তাদের বাড়ি বাগেরহাট, চাঁদপুর, হবিগঞ্জ, বগুড়া ও ঢাকা জেলায় বলে জানা গেছে।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটেলিয়ানের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সম্প্রতি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার ঘটনা বেড়েছে। তবে আমরা সার্বক্ষণিক কঠোর নজরদারিতে রেখেছি সীমান্ত এলাকা।’

এর আগে সোমবার (১ মার্চ) ভোরে জেলার মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় নারী পুরুষ ও শিশুসহ সাতজনকে আটক করে বিজিবি।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।