মঞ্চায়িত হলো ‘নবাব থেকে মুজিব’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:০৫ এএম, ০৮ মার্চ ২০২১

ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে রাজবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবননির্ভর নাটক ‘নবাব থে‌কে মু‌জিব’ মঞ্চা‌য়িত হ‌য়ে‌ছে। রোববার (৭ মার্চ) রাতে অফিসার্স ক্লাব মুক্তমঞ্চে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমির পরিবেশনায় নাটকটি মঞ্চায়িত হয়।

এ সময় সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা প‌রিষদ চেয়ারম্যান ফ‌কির আব্দুল জব্বার, পু‌লিশ সুপার এম এম শা‌কিলুজ্জামান, সি‌ভিল সার্জন ডা. মো. ইব্রা‌হিম টি‌টোন, রাজবাড়ী সরকারী আদর্শ ম‌হিলা ক‌লে‌জের অধ্যক্ষ প্রফেসর দী‌লিপ কুমার কর, বীর মু‌ক্তিযোদ্ধা মহ‌সিন উদ্দীন বতু প্রমুখ উপস্থিত ছিলেন। তারা দর্শকদের সঙ্গে নাটকটি উপভোগ করেন।

jagonews24.com

নাটক শে‌ষে অনুভূ‌তি ব্যক্ত ক‌রতে গিয়ে আপ্লুত হয়ে পড়েন আমন্ত্রিত অতিথিরা। যথাযথভা‌বে জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম তুলে ধরায় নাটকে অভিনয় ও নির্দেশনায় যুক্ত কলাকুশলীদের ধন্যবাদ জানান তারা। এর আগে সন্ধ্যায় বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রু‌বেলুর রহমান/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।