৯ মণ জাটকা ফেলে পালালেন বিক্রেতারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১১:০২ এএম, ০৮ মার্চ ২০২১

মুন্সিগঞ্জের লৌহজংয়ে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে সাড়ে ৯ মণ (৩৮০ কেজি) জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। সোমবার (৮ মার্চ) ভোর ৫টায় মাওয়া পুরাতন মাছবাজার এলাকা ও পদ্মানদীতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য এক লাখ ১৫ হাজার টাকা বলে জানিয়েছে নৌপুলিশ।

jagonews24

পরে সকাল ৯টায় উপজেলার বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও দুঃস্থ পরিবারের মধ্যে মাছগুলো বিতরণ করা হয়।

মাওয়া নৌপুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল কবির জানান, বিক্রির জন্য মাওয়া পুরাতন মাছ বাজার এলাকায় জাটকা মজুত করা হচ্ছে এমন খবর পেয়ে ভোরে অভিযান চালিয়ে বাজার এলাকা ও পাশের পদ্মানদীতে রাখা ট্রলার থেকে এসব জাটকা জব্দ করা হয়। তবে জাটকা বিক্রেতারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

jagonews24

এসময় জাটকা পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। পরে উপজেলা মৎস্য অফিসের অনুমতিতে জাটকা মাছগুলো বিতরণ করা হয়।

এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।