অবৈধভাবে ভারত যাওয়ার সময় আটক ১৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১০ মার্চ ২০২১

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার সময় নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১০ মার্চ) মধ্য রাতে বাঘাডাংগা ও শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আটকদের মধ্যে তিনজন পুরুষ ও আট নারী এবং চার শিশু রয়েছে। তাদের বাড়ি গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ঝিনাইদহ, নড়াইল, ফরিদপুর, বাগেরহাটকে ও ঢাকা জেলায়।

jagonews24

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, মঙ্গলবার রাতে অবৈধভাবে ভারত যাওয়ার সময় মহেশপুরের বাঘাডাংগা সীমান্ত এলাকার কাঞ্চনপুর ব্রিজের ওপর থেকে তিন পুরুষ, চার নারী ও দুই শিশু এবং শ্রিনাতপুর সীমান্ত এলাকার লড়াইঘাট গ্রামের কুদ্দুস পার্কের সামনে থেকে চার নারী ও দুই শিশুকে আটক করে বিজিবি।

এর আগে রোববার (৭মার্চ) ভোরে জেলার মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় এক দালালসহ ছয়জনকে গ্রেফতার হয়।

আব্দুল্লাহ আল মাসুদ/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।