যুব প্রশিক্ষণ কেন্দ্রের চুরি হওয়া ৩০টি সিলিং ফ্যান উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১০:৩৩ এএম, ১২ মার্চ ২০২১

চুয়াডাঙ্গা জেলা যু্ব উন্নয়ন অধিদফতরের প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রাবাস থেকে চুরি হয়ে যাওয়া ৩০টি বৈদ্যুতিক সিলিং ফ্যান উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে, দুই চোরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন-চুয়াডাঙ্গা সদর উপজেলার নূরনগর গ্রামের স্টেডিয়াম পাড়ার মো. আব্দুুর রহমান লিটনের ছেলে মো. আব্দুল ওদুদ (১৭) এবং জাফরপুর গ্রামের মালোপাড়ার খন্দকার মতিয়ার রহমান টোটনের ছেলে খন্দকার রিফাত আহম্মেদ মুমিত (১৬)।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেল ৩টার দিকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তাদের নিজ নিজ বাড়ি থেকে এসব চোরাই বৈদ্যুতিক সিলিং ফ্যান উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর গ্রামে অবস্থিত যুব উন্নয়ন অধিদফতরের পাঁচতলা ছাত্রাবাসের দ্বিতীয় তলা থেকে পঞ্চম তলার বিভিন্ন কক্ষ থেকে ৪৮টি বৈদ্যুতিক সিলিং ফ্যান চুরি হয়। মার্চের আগে যে কোনো সময় এ চুরি সংঘটিত হয়। এ ঘটনায় যুব উন্নয়ন কর্তৃপক্ষ গত ১ মার্চ চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে নিজ নিজ বাড়ি থেকে ৩০টি চোরাই ফ্যান উদ্ধার করা হয়।

চুরি হওয়া বাকি ফ্যানগুলো উদ্ধারের জন্য কাজ করছে পুলিশ। ফ্যান উদ্ধার এবং আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান।

সালাউদ্দীন কাজল/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।