দর্শনা-মুজিবনগর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:২১ পিএম, ১২ মার্চ ২০২১
ছবি: সালাউদ্দীন কাজল

চুয়াডাঙ্গার দর্শনা-মুজিবনগর আঞ্চলিক মহাসড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক বিভাগ। শুক্রবার (১২ মার্চ) দুপুরে দর্শনা বাসস্ট্যান্ড থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, চুয়াডাঙ্গা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, কুষ্টিয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী অনুজ কুমার দে, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজলসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তরা।

চুয়াডাঙ্গা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘দর্শনা-মুজিবনগর আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। কিন্তু সড়কের দু’পাশে অসংখ্য অবৈধ স্থাপনা রয়েছে। সেগুলোই আজ উচ্ছেদ করা হচ্ছে’।

সালাউদ্দীন কাজল/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।