ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:২২ পিএম, ১২ মার্চ ২০২১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবক (২৫) নিহত হয়েছেন। শুক্রবার (১২ মার্চ) বিকালে স্টেশন সংলগ্ন এলাকায় খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

জিআরপি পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে স্টেশন সংলগ্ন স্থানে ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে বিকেল ৫টার দিকে মুন্সিগঞ্জ রেল স্টেশনের ডাউন লাইনে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কেটে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করেন।

নিহত ওই যুবকের গায়ের রং শ্যামলা। তিনি পরনে কালো টাওজার ও নীল রঙের জার্সি পরিহিত ছিলেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নরেশ চন্দ্র বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।’

সালাউদ্দীন কাজল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।