নারিকেল গাছ থেকে পড়ে প্রাণ গেল কিশোরের
কক্সবাজারের পেকুয়ায় গাছ থেকে পড়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টেটং ইউনিয়নের হাজি বাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া কিশোরের নাম মো. মোশারফ হোসাইন রোকন (১৭)। সে টেটং ইউনিয়নের হাজি বাড়ি গ্রামের মো. আব্দুল মোনাফের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোশারফ হোসাইন প্রতিদিনের মতো রোববার বিকেলে স্থানীয় হাজি বাড়ি খেলার মাঠে খেলতে যায়। সেখানে খেলার একপর্যায়ে নারিকেল গাছে ওঠে সে। পরে ওপর থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টইটং ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান হাজি শাহাব উদ্দিন সিকদার বলেন, গাছ থেকে পড়ে মর্মান্তিকভাবে কিশোর মোশারফের মৃত্যু হয়েছে। প্রশাসনের অনুমতি নিয়ে সোমবার (১৫ মার্চ) বিকেলে মরদেহ দাফন করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এসআর/এমএস