রাজবাড়ীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১৬ মার্চ ২০২১

রাজবাড়ী সদর উপজেলার ড্রাইস ফ্যাক্টরি এলাকায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে, ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয়মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শারমিন নিগার এ রায় দেন।

রায় ঘোষণার সময় মামলার ২ নম্বর আসামি মোস্তফা ফকির ছাড়া বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রাজবাড়ী জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আইনজীবী খান মোহাম্মদ জহুরুল হক এতথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আল আলামিন ফকির, মোস্তফা ফকির (পলাতক), আকাশ সরকার, ফজলুর রহমান, মো. সুজন ও মো. বাবু ব্যাপারী ওরফে কমান্ডার।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় ফলাফল প্রকাশের ৩-৪ মাস আগে ড্রাইস ফ্যাক্টরি এলাকার মৃত ইউনুস খার ছেলে সুজনের সঙ্গে পরিচয় হয় ওই ছাত্রীর। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং মোবাইল ফোনে কথাবার্তা হয়। ২৮ জানুয়ারি বাজার থেকে বাড়ি ফেরার সময় সুজনের সঙ্গে দেখা হয় ওই কিশোরীর। একপর্যায়ে ওইদিন বিকেলে সুজন তাকে ড্রাইস ফ্যাক্টরি এলাকার এক ব্যক্তির পরিত্যক্ত মেসে নিয়ে যান। সেখানে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ করেন। পরে পালাক্রমে তার বন্ধুরা ধর্ষণ করেন। পরে ওই স্কুলছাত্রী বাদী হয়ে সুজনকে প্রধান আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এ রায় দেন।

রুবেলুর রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।