বঙ্গবন্ধুর নামে হচ্ছে ফরিদপুর মেডিকেল কলেজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ১৬ মার্চ ২০২১

পরিবর্তন করা হচ্ছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাম। নতুন নামকরণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল। এরইমধ্যে এ নামকরণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট।

আগামীকাল বুধবার (১৭ মার্চ) কলেজের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সভায় আনুষ্ঠানিকভাবে নতুন নামে নামকরণ করা হবে।

গত ১২ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পত্র হাতে পেয়েছেন বলে জানান ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান।

জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান কলেজ ও হাসপাতালের এ নতুন নামকরণের অনুমোদন চেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের কাছে লিখিত আবেদন করেন। যাচাই-বাছাই ও ট্রাস্টের বোর্ড মিটিংয়ে এটি অনুমোদিত হয়।

আগামীকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবসের পাশাপাশি ফরিদপুর মেডিকেল কলেজের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীও। এ উপলক্ষে ওই দিন দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান। স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি এম ইকবাল আর্সলান বিশেষ অতিথি হিসেবে থাকবেন।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।