মাহফিল শেষ ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল আবুলের
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা মৈশালা বাস স্ট্যান্ড এলাকায় কাভার্ট ভ্যান চাপায় আবুল হোসেন মোল্লা (৭০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল মোল্লা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদশীরা জানান, দুপুরে বাবুপাড়া ইউনিয়নের একটি মাহফিল শেষে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন আবুল মোল্লা। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মৈশালা বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে কুষ্টিয়াগামী দেশ এমএম ট্রান্সপোর্ট এজেন্সির একটি কাভার্ট ভ্যান (ঢাকা মেট্রো -ট ২০-২২৩৯) তাকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
পাংশা হাইওয়ে থানার এসআই মো. শিপন মিয়া জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এসময় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।
রুবেলুর রহমান/এএইচ/এমএস