সীমান্তে ৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ১৬ মার্চ ২০২১

ঝিনাইদহের সীমান্তে পাঁচটি স্বর্ণের বার, নগদ টাকা ও মোবাইলসহ আব্দুল মান্নান নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে জেলার মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী শ্যামকুড় গ্রামের নলবিলপাড়া ব্রিজের কাছ থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক আব্দুল মান্নান শ্যামকুড় গ্রামের ইউনুছ আলী মন্ডলের ছেলে।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ খোসালপুর বিওপির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. আব্দুল মান্নানকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫৮৩.২০ গ্রাম ওজনের পাঁচটি বিদেশি স্বর্ণের বার, নগদ ৩৪ হাজার ২৯৮ টাকা এবং একটি মোবাইল উদ্ধার করা হয়।

পরে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের করে তাকে সোপর্দ করা হয় বলেও জানান তিনি।

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।