নাফ নদীতে পৌনে ৩ লাখ ইয়াবাসহ ট্রলার জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১৭ মার্চ ২০২১

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্টে অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার (১৭ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোস্ট গার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে সমুদ্র পথে বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে ভোরে নাফ নদীর মোহনায় অভিযান চালায়। এ সময় নাফ নদীর মোহনায় একটি ছোট ট্রলার বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখে ধাওয়া করে অভিযানকারীরা।

তিনি আরও জানান, ধাওয়া খেয়ে ট্রলার আরোহীরা পানিতে ঝাপ দিয়ে মিয়ানমারের দিকে সাঁতরে পালিয়ে যায়। পরে কোস্ট গার্ড ট্রলারটি জব্দ করে তল্লাশি চালিয়ে দুই বস্তা ইয়াবা পায়। যাতে এতে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দ করা ইয়াবা ও ট্রলার টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।