মাকে গাছে বেঁধে মারপিট, ছেলেকে পুলিশে দিল এলাকাবাসী
গাছের সঙ্গে হাত-পা বেঁধে মাকে পিটিয়েছে ছেলে। নির্মম ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুরের টুবরিপাড়ায়। এ ঘটনায় এলাকাবাসী ছেলে নাছিরকে পুলিশে দিয়েছে।
সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউপি চেয়ারম্যান এ জেড এম সাজেদুল ইসলাম স্বাধীন জানান, শনিবার (২০ মার্চ) সকালে তিনি জানতে পারেন টাকা না পেয়ে নাছির নামের এক যুবক তার মাকে গাছের সঙ্গে বেঁধে পেটাচ্ছে। তাৎক্ষণিক তিনি গ্রাম পুলিশ পাঠিয়ে নাছিরের হাত থেকে তার মা নছিরন বেওয়াকে উদ্ধার করেন। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী নাছিরকে আটক করে। পরে সাদুল্লাপুর থানা পুলিশ তাকে নিয়ে যায়। নাছির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে জানা গেছে।
ভাঙ্গামোড় টুবরিপাড়ার বাসিন্দা কৃষক মজনু মিয়া জানান, নাছির প্রায়ই তার মায়ের সঙ্গে এমন আচরণ করতো। ২০০৪-২০০৫ সালের দিকে একটি ডাকাতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে তার মানসিক সমস্যা দেখা দেয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জাগো নিউজকে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ নাছিরকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পরিবারের কেউ থানায় অভিযোগ করতে আসেনি। পরে পুলিশ বাদি হয়ে ১৫১ ধারায় নাছিরের বিরুদ্ধে মামলা করে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
জাহিদ খন্দকার/এএইচ/এমএস