চাপকলের পানি খেয়ে ১০ জন হাসপাতালে
ফরিদপুরের মধুখালীতে চাপকলের পানি খেয়ে অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একই বাড়ির ১০ জন। রোববার (২১ মার্চ) মধুখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালপুর গ্রামের অরুণ ঘোষের বাড়িতে এ ঘটনা ঘটে।
তারা হলেন, বক্কর ফকির (৫০), মো. কবির মিয়া (৩৫), সিদ্দিক (৪২), বাবলু (২৫), হারুন (৩৫), অমিত (২০), অরুণ (৬৫), অনন্যা (৭), সুইটি (১৮), কবিতা (৪৫) ও অভি (১০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয়রা জানান, সকালের খাবার শেষে নিজেদের বাড়ির চাপকলের পানি খাওয়ার কিছুক্ষণপর সবাই অচেতন হয়ে পড়েন। এ সময় বাড়িতে কৃষিকাজ করা শ্রমিকরা খাবারের পর খেতে কাজ করতে গেলে তারাও সেখানে অচেতন হয়ে পড়েন।
মধুখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মির্জা আব্বাস হোসেন বলেন, ‘আমি খবর পেয়ে হাসপাতালে গিয়ে ভর্তিকৃতদের খোঁজ খবর নিয়ে আসছি। পরিকল্পিতভাবে কোন অসাধু চক্র পানির সঙ্গে কিছু মেশাতে পারে বলেও তিনি জানান।’
এ বিষয়ে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. কবির সরদার বলেন, ‘তাদের চিকিৎসা চলছে। ২৪ ঘণ্টা না গেলে নিশ্চিত করে কিছু বলা যাবে না।’
এন কে বি নয়ন/আরএইচ/এমকেএইচ