মিষ্টি খাইয়ে ১১ জনকে অচেতন করে মোবাইল নিয়ে গেল ‘ফেরিওয়ালা’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ২২ মার্চ ২০২১

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ফেরিওয়ালার মিষ্টি (স্থানীয় নাম- রসমঞ্জরী) খেয়ে চার পরিবারের ১১ জন অচেতন হওয়ার ঘটনা ঘটেছে ।

রোববার (২১ মার্চ) সন্ধ্যায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামধন গ্রামে এ ঘটনা ঘটলেও সোমবার (২২ মার্চ) বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, কাপড় বিক্রি করতে আসা এক ফেরিওয়ালার সঙ্গে রামধন গ্রামের ছমির উদ্দিনের সখ্যতা গড়ে ওঠে। রোববার সন্ধ্যায় ওই ফেরিওয়ালা রসমঞ্জরী নিয়ে ছমির উদ্দীনের বাড়িতে আসেন। সেই রসমঞ্জরী খেয়ে ছমির উদ্দিনসহ প্রতিবেশী চারটি পরিবারের ১১জন অচেতন হয়ে পড়েন। এ সময় ছমির উদ্দিনের বাড়ি থেকে দুটি মোবাইল নিয়ে সটকে পড়ে ওই ফেরিওয়ালা।

সোমবার বিকেল পর্যন্ত ভুক্তভোগীরা অচেতন রয়েছেন বলে জানান বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শফিকুজ্জামান সরকার।

তিনি আরও জানান, তাদের নিজ বাড়িতে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসক। ভুক্তভোগী পরিবারের অন্য সদস্যরা ফেরিওয়ালার নাম জানাতে পারেনি।

জাহিদ খন্দকার/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।