মধুখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফরিদপুরের মধুখালীতে ইয়াবাসহ মো. আরজু শেখ (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। এ সময় তার কাছ থেকে ১২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (২২ মার্চ) র্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাবের একটি বিশেষ অভিযানিক দল দুপুরে মধুখালী উপজেলার মাঝিবাড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আরজুকে ১২৫ পিস ইয়াবাসহ আটক করে। তিনি উপজেলার আড়পাড়া ইউনিয়নের পূর্ব আড়পাড়া গ্রামের মো. আকিদুল শেখের ছেলে।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আরজুর বিরুদ্ধে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এসজে/এমকেএইচ